ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘জুলাই বিপ্লব’-এ শহীদ আবু সাঈদ স্মরণে ভিডিও চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কোটচাঁদপুর পৌর সাধারণ পাঠাগারের এম. এ. ওয়াদুদ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “জুলাই শহীদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে, জন্ম নিয়েছে গণতান্ত্রিক চেতনার নতুন অধ্যায়। এই গণ-অভ্যুত্থান কেবল ইতিহাস নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামের এক জীবন্ত অনুপ্রেরণা।”

তিনি শহীদদের আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন খান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।