১৭জুলাই (বৃহস্পতিবার) বিকালে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা মোড় প্রদক্ষীন করে ঝিকরগাছা বাস স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। একটি সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী যশোর জেলার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এবারে নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন, এজন্য ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে থাকতে হবে। একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়। একটি দল টেন্ডারবাজির সাথে যুক্ত রয়েছে ।এদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না ,এদেশের মানুষ আর হত্যা দেখতে চায় না।
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারণ যারা নিরপেক্ষতা বজায় রাখেনি তাদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে। আমরা আর দেখতে চাই না। ঢাকায় জাতীয় সমাবেশ হবে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের সমাবেশ।
এ সময়, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, যুব জমায়েতের সভাপতি আবিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ,মনিরুজ্জামান সুমন,জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ