যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৫আগস্ট জুলাই ২৪এর ছাত্রজনতার গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

 ৫আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।

 পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৫ আগস্টের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন এবং দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।