পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের আয়োজিত তাজিয়া মিছিল আজ রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া প্রধান শোক মিছিলে হাজারো শিয়া ধর্মাবলম্বী অংশ নেন। তারা খালি পায়ে, বুক চাপড়ে, “হায় হোসেন হায় হোসেন” মাতম করে মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা ও বিজিবির ৪ নম্বর গেইট হয়ে সাত মসজিদ রোড পেরিয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হয়।
শোক মিছিল উপলক্ষে ডিএমপি পূর্বেই কঠোর নির্দেশনা জারি করে। মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা নিষিদ্ধ করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম প্রস্তুত রাখা হয়।
পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ ও শোকাবহ দিন। ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (আ.) ও তাঁর পরিবারবর্গের শাহাদত স্মরণে শিয়া সম্প্রদায় এই দিনটি তাজিয়া মিছিলসহ নানা ধর্মীয় আয়োজনে পালন করে থাকে।
ঢাকার হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়া এবং মহানগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ ও মজলিস অনুষ্ঠিত হয়। প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা এবং ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় এবারও রাজধানীতে পবিত্র আশুরা যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন হয়েছে।