ঢাকা–সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ থেকে ৫ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ এবং সিলেট থেকে ছেড়ে আসা ‘আল মোবারাকা’ পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার পর দুটি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অতিরিক্ত গতি এবং বেপরোয়া চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।