ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার
প্রথম দিনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, এবার মোট ১,১২,২৭৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ৫১,৩৯১ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮,৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২,০৪৯ জন আবেদন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য প্রায় ৩৮ জন ভর্তি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৫ মিনিট এমসিকিউ পরীক্ষার জন্য এবং ৪৫ মিনিট লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ ছিলো।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এবং মাধ্যমিক ও সমমানের এবং উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল ২০ নম্বরের হবে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কেন্দ্রগুলি হল রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।