রামু থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ৭ হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৬টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের লিয়াকত অটোগ্যাস এন্ড ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বাইক তল্লাশি করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মৃত নুরুল হকের পুত্র মো: রাশেদ (৩০), রাজারকুল সিকদার পাড়া এলাকার মো: ইয়াছিন আরাফাত (৩০) এবং উখিয়া উপজেলার রুহুল আমিন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে নিয়মিত ডিউটিরত অবস্থায় দুইটি বাইককে থামানো হয়। এসময় দুইটি বাইক থেকে বিশেষ কায়দায় লুকানো এয়ার ফিল্টারের ভিতর থেকে ৭হাজার ইয়াবাসহ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, রাশেদ এবং আরাফাত সাংবাদিকতার নাম ভাঙিয়ে দীর্ঘবছর ধরে বিশাল একটি ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলেছিল।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘবছর ধরে তারা ব্যবসা চালিয়ে আসছিল। এদের মধ্যে ইয়াছিন আরাফাত অগ্নিশিখার সদর উপজেলা প্রতিনিধি পরিচয়ে প্রশাসনের বিভিন্ন স্থানে মাসিক মাসোহারা দিয়ে ইয়াবা ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।