দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগমের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ শতাধিক সাধারণ ছাত্র। ২৩ জুলাই বুধবার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে শাহনাজ বেগমের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি করা হয়। এ সময় মানববন্ধনকারীরা দাবি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্বেও কিভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় তাকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহনাজ বেগমকে গ্রেফতার করা না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার হুশিয়ারি দেন তারা। ২৪ এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বারপাড়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগরের অনুপস্থিতিতে সেপ্টেম্বরের ১০তারিখ থেকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহনাজ বেগম। দায়িত্ব পালনকালে শাহনাজ বেগমের বিরুদ্ধে অনিয়ম ও নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে টাকা দাবি করার অভিযোগ করা হয় মানববন্ধনে। এ বিষয়ে শাহনাজ বেগমের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান,তাকে পদত্যাগ করানোর জন্যই তাহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যাহার কোনো সত্যতা নেই।