গতকাল রাত (১৩মে) রাত ১১:৫৫ টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন কালী মন্দিরের পাশে বহিরাগত দূর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নিজ ক্যাম্পাসে সাম্যের খুন হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাতে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীরা উপাচার্যের বাংলো ঘেরাও করে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ দাবী করে।
ঘটনার বিষয়ে জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় দুর্বৃত্ত সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে সাম্য ছুরিকাহত হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।