খুলনার পাইকগাছা উপজেলার মঠবাটী গ্রামে একটি কাঠের ঘরে দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু রেখে রসময় বিশ্বাস, প্রীতম বিশ্বাস ও দেব্রত বিশ্বাসকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও পরিকল্পিতভাবে ফাঁসানো  ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই রবিবার বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম। তিনি বলেন, নিরীহ মানুষদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে তাদের সামাজিক ও পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধনে রসময় বিশ্বাসের স্ত্রীসহ এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা মূল ষড়যন্ত্রকারী দীলিপ বিশ্বাস ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, রসময় বিশ্বাসসহ অভিযুক্ত ব্যক্তিরা এলাকার সম্মানিত ও নিরীহ মানুষ। মূলত ঘের জবরদখল সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে অস্ত্র ও বোমা রেখে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেন তারা। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।