"দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।তাই দ্রুত উত্তরণে সংস্কারও চাই পাশাপাশি নির্বাচনও চাই" বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী মেজর অবঃ আবদুল মান্নান।
গতকাল ২ জুলাই ২০২৫, বুধবার বিকাল চারটায় রাজধানীর গুলশানস্থ তাঁর নিজস্ব বাসভবনে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতির জন্য দশ মাস পর্যাপ্ত সময়। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে দেশের জনগণ আশানুরূপ স্বস্তিতে ও শান্তিতে নেই।দুই হাজার ছাত্র-জনতার আত্মদান, ত্রিশ হাজার মানুষের পঙ্গুত্ব ও অঙ্গহানির বিনিময়ে রাষ্ট্র সংস্কার ও পূনঃ নির্মাণের একটি দারুন সম্ভাবনা তৈরি হয়েছে।এমন একটি রক্তক্ষয়ী সফল গণআন্দোলনের পর সুশাসন, সুবিচার ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য জনমনে একটি আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল নোবেলজয়ী ইউনূস সরকারের কাছে। কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আসলেও তা দেশবাসীর প্রত্যাশা থেকে এখনো অনেক দূরে । সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসী পাওয়ার দিয়ে মাঠে রাখার পরেও চাঁদাবাজি, দখলবাজি,খুন,ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের মতো গুরুতর অপরাধগুলো একের পর এক ঘটেই চলছে-এটা দেশবাসীর জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,২০০৪ সালে সন্ত্রাস, দূর্নীতি ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রবক্তা অধ্যাপক ডাঃ বি চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্র ও শাসনব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের জন্য আমরা নতুন ধারার রাজনীতি উপহার দিতে বিকল্পধারা বাংলাদেশ গঠন করেছিলাম।আমরা সেই লক্ষ্যে এখনো অটুট আছি। রাজনীতিতে গুণগত পরিবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, দেশের স্বার্থ সমুন্নত রাখা এবং উদার ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিকল্প ধারার অগ্রাধিকার ।ছাত্র-জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ও শাসনব্যবস্থার সংস্কারের এক সুবর্ণ সুযোগ আজ তৈরি হয়েছে।এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তিনি আরো বলেন,জাতি ও যুগের চাহিদা অনুযায়ী অবশ্যই সংস্কার করতে হবে,বিগত দিনে সংঘটিত অপরাধের জন্য প্রকৃত অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিকল্প ধারা কোনো জোটে যাবে কি-না সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। দলীয় নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে আমরা কোনো জোটে যাবো না।দেশ ও জনগণের স্বার্থেই আমরা ভবিষ্যত রাজনীতিতে ভূমিকা পালন করতে চাই। দলের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নিয়েই আমরা নির্বাচনী ময়দানে কাজ শুরু করবো, ইনশাআল্লাহ।
প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ওয়াসিমুল ইসলাম, ওবায়দুর রহমান মৃধা, মহসীন চৌধুরী, আসাদুজ্জামান বাচ্চু,জুবরান গাজী, ডঃ আবু নোমান,ইঞ্জিনিয়ার শাহ আলম শাহিন, আমিনুল ইসলাম বুলু, মাযহারুল ইসলাম শিহাব,সনি আদিত্য প্রমুখ।