ঢাকার ধামরাইয়ে EDLMS প্রকল্পের অধীনে ধামরাই উপজেলা এলাকায় ডিজিটাল ভুমি জরিপ কার্যক্রম শুরু উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে

ঢাকার ধামরাইয়ে EDLMS প্রকল্পের অধীনে ধামরাই উপজেলা এলাকায় ডিজিটাল ভুমি জরিপ কার্যক্রম শুরু উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে, 
সোমবার (১২ ই মে)  সকাল ১০ টা থেকে বিকাল ৪,৩০ মি পর্যন্ত সময়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সেমিনারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিকের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, (অতিরিক্ত সচিব)  মহা পরিচালক, গ্রেড ১,ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুর রশীদ, (যুগ্ন সচিব), পরিচালক (ভুমি রেকর্ড) ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, জনাব সাফ্ফাত আরা সাঈদ, সহকারী কমিশনার ভূমি, ধামরাই ঢাকা। 
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ( উপ সচিব) উপ প্রকল্প পরিচাৱক, ইডিএলএমএস প্রকল্প ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ২/  আব্দুল্লাহ আল মাহমুদ জামান, (উপ সচিব) জোনাল সেটেলমেন্ট অফিসার, ঢাকা।
এ সময় সেমিনারে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলার সকল ভুমি অফিসার, মেম্বার, চেয়ারম্যান, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদ কর্মীরা।