রিপোর্টঃ প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাস্টার্স (প্রথম পর্ব) ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুরে, পিআইবির অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যায় পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে প্রায় ৪০ লক্ষ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে। তবে দেশের শিক্ষা ব্যবস্থা একটি জটিল ও হযবরল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৭ বছরে অনেক শিক্ষা কমিশন গঠিত হলেও কোনটির সুপারিশ বাস্তবায়ন হয়নি। এখনই যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও ৫০ বছর পিছিয়ে পড়বে।”
তিনি আরও জানান, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অডিটের আওতায় আনা হবে পর্যায়ক্রমে। শিক্ষা ব্যবস্থায় টেকসই সংস্কারের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “চাওয়া-পাওয়ার হিসাব না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রশিক্ষণ ও চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। তাহলেই একজন প্রকৃত সাংবাদিক হওয়া সম্ভব।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, “সাংবাদিকতার মূল শক্তি নিরপেক্ষতা। পাশাপাশি প্রযুক্তি ও মাল্টিমিডিয়া ব্যবহারে দক্ষতা অর্জন করে সাংবাদিকতা পেশায় এগিয়ে যেতে হবে।”
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, “সমাজ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। মোবাইলকে কেবল বিনোদনের জন্য নয়, জ্ঞানের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। সমাজ পরিবর্তনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে নবীন ৪০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে পিআইবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।