নরসিংদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাইকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন, জেলা সদর হাসপাতালে রয়েছেন ২ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৯ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
সচেতনতা এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু মোকাবেলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।