নাটোরের বড়াইগ্রামে স্বামীর পরকীয়ার জের ও শারীরিক অসুস্থতা সইতে না পেরে দুই গৃহবধু আত্মহত্যা করেছেন। পরকীয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী শরিফুল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শরিফুল ইসলাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নুরদহ গ্রামের আব্দুল জলিলের ছেলে।
থানা ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার নুরদহ গ্রামের শরিফুল ইসলাম একাধিক নারীর সাথে পরকীয়া করে আসছিলেন। তাকে অনেক বুঝিয়েও ফেরাতে না পেরে সোমবার বিকালে তার স্ত্রী বুলবুলি খাতুন (২৫) ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে স্বজনরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শরিফুলকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করেন।
অপরদিকে, শারীরিক অসুস্থতা সইতে না পেরে সোমবার রাত আটটার দিকে উপজেলার মালিপাড়া গ্রামের ভ্যান চালক ইসমাইল হোসেনের অন্ত:স্বত্তা স্ত্রী রেখা খাতুন (৩৫) নিজ শোবার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, পরকীয়া সংক্রান্ত ঘটনায় স্বামী শরিফুল ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।