বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার সময় ঐ টলশেড ঘরের উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল ইসলাম।
জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতি আহ্বায়ক মোঃ কাজী আনিসুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন,নেছারাবাদ পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ,নেছারাবাদ পৌর বিএনপির আহবায় মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও যুগ্ম আহবায়ক পৌর বিএনপি নাসির উদ্দীন তালুকদার, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শ্রী খোকন সাহা সহ জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী ও কমিটির সদস্য এছাড়া বন্দরের ব্যবসায়ীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমূখ।
উল্লেখ্য তিনটি টলশেডে ৩৬ জন ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে পজিশন বরাদ্দ দেওয়া হয়।