শুক্রবার (০১ আগস্ট) বিকেলে বাগানের প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ও পর্যটক, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের স্বাচ্ছন্দে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পরিবেশ দূষণকারী উচ্চ শব্দের লাউড স্পিকার জব্দ করতে এ অভিযান পরিচালনা করা হয়।
নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে লাউড স্পিকার জব্দ সহ সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের দূষণকারী মাধ্যম থেকে বিরত থাকার জন্য সকলকে আরোপিত বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়।
তিনি বলেন, প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন। বিভিন্ন জনে বিভিন্নভাবে পরিবেশ দূষণ সহ নানাভাবে এখানকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সকলের সুবিধার্থে এই শতবর্ষী পেয়ারা বাগানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত যে কতিপয় বিধি নিষেধ আরোপ করেছেন, সেই সকল বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। যারা এই বিধি নিষেধ অমান্য করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
নেছারবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান অত্র উপজেলার পর্যটন এলাকা খ্যাত আটঘর কুড়িয়ানার শতবর্ষী পেয়ারা বাগানের স্বাভাবিক পরিবেশ ও সুনাম অক্ষুন্ন রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে সকল বিধি-নিষেধ আরোপ করা হয়েছে তা সকলকে মেনে চলতে হবে। যারা এই আইন অমান্য করবে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।