মাদকমুক্ত তারুণ্য চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় জেলা শহরের মোক্তারপাড়ায় অবস্থিত আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। সভায় সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।