দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার (২৫ মে) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মোঃ মোস্তাক আহম্মদ (চেয়ার প্রতীক) ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আশিক আহমেদ কমল (ফুটবল প্রতীক) নির্বাচিত হয়েছেন।
সম্মেলন ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। বেলুন, ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় সাজানো হয় অনুষ্ঠানস্থল।
উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে মোস্তাক আহম্মদ পেয়েছেন ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তাং (মোটরসাইকেল) পেয়েছেন ১৪২ ভোট, মোঃ মানিক আজাদ (হাতি প্রতীক) পেয়েছেন ১১৪ ভোট এবং মোঃ রশিদ আলী তাং (ছাতা প্রতীক) পেয়েছেন ৬৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে আশিক আহমেদ কমল (ফুটবল প্রতীক) ১৯১ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী মোঃ আক্কাছ আলী (মাছ প্রতীক) পেয়েছেন ১৭৪ ভোট এবং মোঃ আরিফ উল্লাহ্ সোহেল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২০ ভোট।
সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় দুপুর ১২টায়। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোস্তাক আহম্মদ। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ ও সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী।
বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভেতর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।