পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে আরও ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। অপরদিকে একই দিন সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের সুকানি সীমান্ত এলাকা থেকে সাত পুরুষকে আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটক করার পর তাদের পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে আটককৃতদের বাড়ি হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলায়। আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, বিজিবি পুশইন হওয়া ১০ জনকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম ও নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার (টুআইসি) মেজর কাজী আসিফ আহমদ ১৭ জনকে পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।