চট্টগ্রাম পটিয়া-বোয়ালখালী উপজেলা সীমান্ত এলাকার মিলিটারিপুল নামক স্হানে আজ ০৩ মে শুক্রবার সন্ধ্যা ০৬টার সময় পটিয়ার পাচরিয়া স্টেশন এর একটি সিএনজি আটোরিক্সাও বোয়ালখালী একালার অপর একটি সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে পাচরিয়া স্টেশনের সিএনজির চালাক মুহাম্মদ ওসমান (২৫)নিহত হয়েছে। নিহত মুহম্মদ ওসমান (২৫) পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের সন্তান বলে জানাগেছে।

চট্টগ্রাম পটিয়া-বোয়ালখালী উপজেলা সীমান্ত এলাকার মিলিটারিপুল নামক স্হানে আজ ০৩ মে শুক্রবার সন্ধ্যা ০৬টার সময় পটিয়ার পাচরিয়া স্টেশন এর একটি সিএনজি আটোরিক্সাও বোয়ালখালী একালার অপর একটি সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে পাচরিয়া স্টেশনের সিএনজির চালাক মুহাম্মদ ওসমান (২৫)নিহত হয়েছে। নিহত মুহম্মদ ওসমান (২৫) পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের সন্তান বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী ও চরকানাই গ্রামের কয়েকজনের সাথে মুুঠোফোনে কথা বলে জানা যায়,নিহত ওসমান পাচরিয়া থেকে ভাড়া নিয়ে বোয়ালখালী উপজেলার দিকে যাচ্ছিল চট্টগ্রাম কক্সবাজার পুরাতন সড়ক দিয়ে অথাৎ কালুরঘাটের দিকে সন্ধ্যা ০৬ টার সময়।নিহত ওসমান যখন সিএনজি চালিয়ে পটিয়া-বোয়ালখালী সীমন্ত এলাকার মিলিটারিপুল নামক সাথে পৌঁছে তখন বোয়ালখালী থেকে দ্রুত চালিয়ে আসা একটি বেপরোয়া সিএনজি নিহত ওসমানের সিএনজিকে স্বজোরে মুখোমুখি ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভার ওসমান গুরুতর আহত হয় এবং সিএনজিতে থাকা একজন যাত্রীও গুরুতর আহত হয়।

পরে ঘটনাস্থলের সাধারণ জনগণ চরকানাই গ্রাম থেকে ওসমানের স্বজন ও পাচরিয়ার টেক থেকে অন্যান্য সিএনজি চালক ঘটনাস্থলে পৌঁছে নিহত মুহাম্মদ ওসমানকে জ্ঞানহীন অবস্হায় প্রথমে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্হা খারাপ দেখায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে বোয়ালখালী থেকে থাকে এম্বুলেন্সে করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষণা করে।তবে নিহত ড্রাইভার ওসমানের সিএনজিকে ধাক্কা দেওয়া অপর সিএনজি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মুহম্মদ ওসমানের লাশ আইনিগত প্রক্রিয়াসহ সকল কিছু শেষ করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।