পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম চিকনিকান্দি কলেজের শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় তিনি তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, "আমার শিক্ষকতা জীবনের প্রতিটি মুহূর্ত আমি জাতি গঠনে উৎসর্গ করেছি। ভবিষ্যতেও সেই দায়িত্ববোধ নিয়েই জনগণের পাশে থাকতে চাই।"
সভায় আরও উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যাপক দেলোয়ার হোসাইন, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শাহ আলম, আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান ফোরকানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।