গ্রেফতারকৃতরা হলেন—মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), মো. ইসমাইল হোসেন ওরফে সাজু (৩০), রাকিব মিয়া (২২), আব্দুল কুদ্দুস মন্ডল (৪৮), মো. সোহাগ হাওলাদার (৪২) ও মো. আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে কাফরুল থানার একটি এলাকায় অভিযান চালায় ডিবি মতিঝিল বিভাগের একটি চৌকস টিম। এ সময় চারজনকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে একই দিন সকাল ১০টা ৫০ মিনিটে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় আরেকটি অভিযানে ২০ কেজি গাঁজাসহ সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবির আরেকটি দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।