বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এ.কে.এম শাহীন, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সব শিশু যখন সমান পাঠ্যসূচিতে শিক্ষা গ্রহণ করছে, তখন কেবল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিভিত্তিক বিভাজনের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বঞ্চিত হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এ সিদ্ধান্ত শিশুদের শিক্ষার অধিকার ও মেধা যাচাইয়ের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও সমপর্যায়ে লেখাপড়া করে থাকে। কিন্তু মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন তাদের বঞ্চিত করছে একটি বড় সুযোগ থেকে।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে জমা দেওয়া হয়।