গ্রেপ্তার ভ্যানচালক খান রফিকুল ইসলাম বাবু (৫৩) উপজেলা পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মৃত খান আছালতের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে ঘরে একলা পেয়ে ভ্যানচালক রফিকুল ইসলাম ঘরে প্রবেশ করে। এসময় ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় শিশুটি ভয়ে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ পেয়ে আশেপাশে থাকা শিশুটির পরিবার ঘটনাস্থলে ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ভ্যানচালক পালিয়ে যায়।
এদিন দুপুরে ভ্যানচালক রফিকুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে ভ্যানচালক রফিকুল ইসলামকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। যার নং-৬, তারিখ-১৬/০৭/২০২৫ইং।
শিশুর পরিবার জানান, ভ্যানচালক রফিকুল ইসলাম পাশের এক বাড়ি চাল নিয়ে এসে ফিরে যাওয়ার সময় ওই শিশুকে ঘরে একলা পেয়ে এ ঘটনা ঘটায়। ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেপ্তার ভ্যান চালক খান রফিকুল ইসলামকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।