চট্টগ্রামের ফটিকছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে লোকালয়ে চলে আসা ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

চট্টগ্রামের ফটিকছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে লোকালয়ে চলে আসা ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের আমান বাজারের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, কয়েক দিনের টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে আসায় অজগরটি লোকালয়ে চলে আসে। সকালে বাজারের পাশে বিশাল অজগরটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাজারীখিল রেঞ্জের বারোমাসিয়া বিটের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে।
এই বিষয়ে হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেন, "উদ্ধারকৃত অজগর সাপটি হাজারীখিল অভয়ারণ্যের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।"

তবে, গত সপ্তাহে একই এলাকায় ৩৩টি অজগরের বাচ্চা অবমুক্ত করার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, আজ যেমন বড় অজগরটি লোকালয়ে চলে এসেছে, তেমনি বছরখানেক পর ছাড়া হওয়া ওই বাচ্চাগুলো বড় হয়ে একইভাবে বৃষ্টির পানিতে বা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে।