চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ সদস্যের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্বার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ সদস্যের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্বার।  টানা ১০ দিন অভিযানে চালিয়ে ঢাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জড়িত ছিলো ফরিদগঞ্জ থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে (সোমবার) দুপুরে ফরিদগঞ্জ থানার মাত্র ৫০ গজ দক্ষিণে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে এসআই রকিব উদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়। ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
টানা অনুসন্ধান শেষে গত ১৬ মে (শুক্রবার) বিকেলে রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে অভিযান চালিয়ে মূল চোর সুমনকে গ্রেফতার করে ডিএমপি, ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের একটি যৌথ টিম। জিজ্ঞাসাবাদে সুমন চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, পিস্তলটি সে বরগুনা জেলার এক ব্যক্তিকে বিক্রি করেছে। পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ক্রেতা রুবেল খানকে আটক করা হয় এবং তার কাছ থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে।
গ্রেফতারকৃত চোর সুমন (৩৫) ঝালকাঠি জেলার নেছারাবাদ উপজেলার পশ্চিম সোহাগদল ইউনিয়নের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। পিস্তল ক্রেতা রুবেল খান (৩৬) বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর ভোড়া ইউনিয়নের মৃত আজিজ খানের ছেলে। তারা দুজনই রাজধানীর মিরপুর-১ শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে বসবাস করছিল।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।