ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় দু'হাজার ৪শত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়

ফেনীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশন ক্যাম্পে প্রায় দু'হাজার ৪শত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। গতকাল বুধবার (১৮ জুন) সারাদিন শিশু নিকতনে ( সকাল ৮টা -বিকেল ৪টা পর্যন্ত) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্হানীয় সরকার বিভাগের ফেনীর উপ-পরিচালক গোলাম বাতেন, লায়ন রিজিওন চেয়ারপার্সন( হেডকোয়ার্টার) লায়ন আনোয়ার হোসেন ভূঞা, লায়ন ওমর ফারুক ভূঞা বেলাল, জেলা আইন জীবি সমিতির সভাপতি ও জেলা আদালতের জিপি লায়ন এডভোকেট নূরুল আমিন খান, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে এবং লায়ন সৈয়দ আশরা ফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির আহবায়ক লায়ন অধ্যাপক ফারুক আহম্মদ,সদস্য সচিব লায়ন অধ্যাপক মোর্শেদ হোসেন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লায়ন এডভোকেট নূরুল ইসলাম সোহাগ, ডিবিসির জেলা প্রতিনিধি, সাপ্তাহিক বর্ণমালা ও ও মাসিক সরাসরি সম্পাদক আবু তাহের ভুইয়া,লায়ন মোঃ ফয়সাল ভুইয়া, ভুইয়া,লায়ন কামরুল ইসলাম ভুইয়া কামরুল ইসলাম ভুইয়া,লায়ন সাহেদা আক্তার প্রমূখ। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল আওতাধীন ফেনী লায়ন্স ফ্যামিলির ক্লাব সমূহ অন্তর্ভুক্ত ফেনীর ক্লাব ফেনীর মুহুরী লায়ন্স ক্লাব ,ফেনী সিটি ক্লাব,ফেনী সেন্টাল ক্লাব,ও ফেনী অর্কিড লায়ন্স ক্লাবের উদ্যেগে এ আয়োজন। উল্লেখ যে,আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের ঢাকাস্হ লায়ন আই হাসপাতালের ৬জন অভিজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ২৪০০ রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা করে ব্যবস্হা পত্র ওষুধ, ও চশমা প্রদান করেন।এবং ৩ শতাধিক গরীব দুঃস্থ রোগীদের কে ছানী অপারেশন জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদেরকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্হা করা হবে।