মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ৯ নং সাতগাঁও ইউনিয়ন আমরাইলছড়া চা বাগানে চিনু তাঁতী নামে এক ব্যাক্তি বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্রক্রিয়া বন্ধে নিহত হন।
১৩ মে রোজ মঙ্গলবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় দূর্ঘটনা ঘটে।
স্হানীয় বাসিন্দারা জানান চিনু তাঁতী বৃষ্টির পূর্বে পাহাড়ে লাকড়ি কাঠ আনার জন্য গিয়েছিলেন। কাঠ লাকড়ি আনার ফিরতির সময় চিনু তাঁতী প্রচন্ড ঝড়, বৃষ্টি, মেঘের গর্জন ও বজ্রপাতের সম্মুখিন হন। সেসময় বজ্রপাতের বিকট শব্দও আমরা শোনতে পাই। স্থানীয় বাসিন্দারা আরও জানান চিনু তাঁতীর বুকের উপর তাঁর কাঠ লাকড়ি পরে ছিল। বজ্রপাত আঘাতের কোন চিহ্ন শরীরে দেখতে পাই নি।
সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান দেবাশিষ দেব রাখু বলেন স্থানীয় বাসিন্দারা চিনু তাঁতীকে উদ্ধার করে প্রথমে চা বাগানে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার বলেন চিনু তাঁতী বজ্রপাত আঘাতে না বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।