বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর হয়।
রাত সাড়ে ৯টার দিকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রাত পৌনে ১০টার দিকে তিনজনের অব্যাহতির পৃথক প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
জানা যায়, চলতি বছরের ৪ মে থেকে উপাচার্যের স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা একদফা দাবিতে আন্দোলনে নামে। এর আগে ১৬ ফেব্রুয়ারি বিতর্কিত সিন্ডিকেট সভা বাতিল ও উপাচার্যের অপসারণ দাবিতে ছাত্রদের একটি অংশ উপাচার্যের বাসভবনে বিক্ষোভ করে। ওই ঘটনায় ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরবর্তীতে শিক্ষক অধ্যাপক মুহসিন উদ্দীনের বিরুদ্ধে একাডেমিক ও সিন্ডিকেট সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা চার দফা দাবিতে পুনরায় আন্দোলনে নামে।
শিক্ষা মন্ত্রণালয় একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০০৬ সালের বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ১০(১) ও ১০(৩) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
ড. তৌফিক আলম তাঁর বর্তমান পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন।
প্রথম ছবিটি ভিসি প্রো ভিসি ও কোষাধ্যক্ষ এর আর দ্বিতীয় ছবিটি নতুন ভারপ্রাপ্ত ভিসি ।
দুঃখিত আমার আগের মেইল থেকে মেইল পাঠাতে অসুবিধা হচ্ছে তাই এইটা থেকে পাঠালাম ।