বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪ টায় গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গারুড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ কাওসার খানের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মহসিন আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব শফিউল আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব রাশেন খান।

গারুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শাহআলম মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক  হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাছির হাওলাদার, গারুড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হেমায়েত খান, যুগ্ম-আহবায়ক ফকর উদ্দিন হাওলাদার, যুবদল নেতা সাইফুল ইসলাম সাঈদ, মোঃ মাহমুদুন্নবী সুমন, উপজেলা ছাত্রদল যুগ্ম-আহবায়ক মুশফিকুর রহমান শাওন, ছাত্রনেতা নেতা সজল আহমেদ প্রমূখ।