ভোরের আলোয় পৃথিবীতে আলোকিত হতে না হতেই শুরু হয় মানুষের কর্মব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যেই ঘটে যায় নানা ধরনের অঘটন যার মধ্যে সড়ক দুর্ঘটনা অন্যতম। 
১৭ ই জানুয়ারি শুক্রবার ভোরের আলো ফোটার আগেই রাত আনুমানিক ৩ টার দিকে বরিশাল -কুয়াকাটা  মহাসড়কে উপজেলার  বাসস্ট্যান্ডের শ্রীমন্ত নদীর ব্রিজের দক্ষিণ পাশে নারায়ণগঞ্জ ট্রাভেলস নামক পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহবুব (৪৫) নামক ট্রাক চালক নিহত, আহত ১০ জন। রাত আনুমানিক ৮ টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়কে লেবুখালি সেনানিবাসের সামনে সাকুরা পরিবহন ও মটর সাইকেলের সংঘর্ষে প্রান হারায় সেনাসদস্য সহ তার পরিবারের তিন সদস্য। অপরদিকে উপজেলার চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রীজ নামক স্থানে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় গারুড়িয়া ইউনিয়ন রবিপুর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার আহত হয় আরো ২ জন।