সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার বুধহাটায় আশাশুনি থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বুধহাটা করীম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই তুষার কান্তি মাহাতো।
অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান,আশাশুনি উপজেলা নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক এস এম হাবিবুল্লাহ বাশার, মাওঃ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন বিএনপি'র সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফি, ইউপি সদস্য এস শীষ মোহাম্মদ জেরী, মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ, দোলন খাতুন, যুবদল নেতা রফিকুল ইসলাম বকুল, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আছাফুর রহমান, জামায়েত নেতা আবুল কালাম আজাদ, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা ফারুক হোসেন, শ্রমিক দল সভাপতি জামাল উদ্দীন,কুল্যা ইউনিয়ন যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আছাফুর রহমান ও বিএনপি নেতা ফারুক হোসেন (লেলিন) । বিট পুলিশিং অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, চোরাচালান, বাল্য বিবাহ ও যৌতুক সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করা হয়।