বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেনাপোল পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ওয়ার্ড ভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই আয়োজন।
শনিবার (১৬ আগস্ট-২০২৫) বিকেলে বেনাপোল পৌর এলাকার পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ৭ নম্বর ওয়ার্ড (গাজীপুর) ও ৫ নম্বর ওয়ার্ড (দিঘীরপাড়া) স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব সবুজ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন শাওন ও শরীফ আলামিন শুভ।
সভায় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক মুসা করিম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এছাড়াও বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীসভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ‘দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে। স্বেচ্ছাসেবক দল হচ্ছে আন্দোলন-সংগ্রামে অগ্রণী শক্তি। তাই সামনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনকে আরও বেশি ভূমিকা রাখতে হবে।’