শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি
উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা মিছিলে 'চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না' 'রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই', 'চাদা নে, আমার ভাই ফেরত দে' প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে প্রকাশ্যে এভাবে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে। আমরা নৃশংসতা সহ্য করার জন্য জুলাই গণ-অভ্যুত্থান করিনি। যথাযথ বিচার না হলে এ ধরনের বর্বরতা বারবার ঘটবে-উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
এসময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোঃ ইকরাম, মোঃ শুভ, মোহাম্মদ নাঈম, মাহি, কেয়া, রুবেয়া, সাজিদ খান সহ বইয়ের সঙ্গে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।