পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিসিটিভি ক্যামেরা ভাঙ্গাকে কেন্দ্র করে ২ জন মহিলাকে মারপিট কারণে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 
অভিযোগ টি দিয়েছে নির্যাতন মোছাঃ রেশমা খাতুন (৩০) এর স্বামী মোঃ রাশিদুল ইসলাম। 
ঘটনা টি ঘটেছে পৌরসভার  মেন্দা দক্ষিণ স্বর্নকার পাড়া মহল্লায়। ঘটনার সূত্রে জানা গেছে, সিসিটিভি ক্যামেরা  ভাঙ্গার জের ধরে গত মঙ্গলবার (১৫ এপ্রিল)সকাল ৭টার দিকে একই মহল্লার প্রতিপক্ষে হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিকল্পিত ভাবে লাঠ- শোটা নিয়ে মোঃ নজরুল স্বর্নকারের  স্ত্রীর  বানেছা খাতুন (৫০)এবং বাড়িতে আগমন আত্মাীয় মোঃ আব্দুল স্বর্নকারের স্ত্রী নাসিমা খাতুন (৫০) মারপিট করে জখম করে ফেলে এবং ঘর বাড়ি বাংচুর করে। এসময় তাদের চিৎকার শুনে  স্বজন ও মহল্লাবাসি এগিয়ে আসে,উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 
এ বিষয়ে ভাঙ্গুড়া ওসি মোঃ শফিকুল ইসলাম তিনি বলেন বৃদ্ধা ও বাড়ির মেয়েদের মারপিট দুঃখজনক।লেখিত অভিযোগের পেরিপ্রেক্ষিতে তদন্তপূবক ব্যবস্হা নেওয়া হবে।