দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, অপারেশন সিঁদুর নিয়ে নির্মিত সংকলনের প্রথম অংশ তৃতীয় থেকে অষ্টম শ্রেণির জন্য এবং দ্বিতীয় অংশ নবম থেকে দ্বাদশ শ্রেণির উপযোগী করে তৈরি করা হবে।ঐ সংকলনের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ভারতের প্রতিরক্ষা ও সামরিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
শনিবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, এনসিইআরটি(NCERT) ইতিমধ্যে ‘বিকশিত ভারত’, ‘নারী শক্তি বন্দন’, ‘জি২০’, ও ‘চন্দ্রায়ন উৎসব’ সহ ১৬টি বিশেষ সংকলন প্রকাশ করেছে। ভবিষ্যতে ‘জীবনের লক্ষ্য’, ‘দেশভাগের ভয়াবহতা’, এবং ভারতের মহাকাশ অভিযানের ওপরও সংকলন নির্মিত হবে।
৭ মে শুরু হওয়া অপারেশন সিঁদুরে দেশটি পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ২৬ জন সন্ত্রাসবাদীকে হত্যা করতে সক্ষম হয়েছে বলে তাদের দাবি।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চার দিনব্যাপী চলা ঐ সামরিক অভিযানকে ২০১৬ সালের 'সার্জিক্যাল স্ট্রাইক' ও ২০১৯ সালের 'বালাকোট হামলার' সমতুল্য বলে ইতোপূর্বে উল্লেখ করেছেন।
তাদের ভাষ্যমতে, এসকল সংকলন ছাত্র-ছাত্রীদেরকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ জাতীয় লক্ষ্য সম্পর্কে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সাহায্য করবে।