সাড়া দেশের ন্যায়, নেত্রকোণা মদনে ১১ তম বেতন গ্রেড সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২৮ মে) তৃতীয় দিনের মতো পূর্নদিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকরা

সাড়া দেশের ন্যায়, নেত্রকোণা মদনে ১১ তম বেতন গ্রেড সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে  বুধবার (২৮ মে) তৃতীয় দিনের মতো পূর্নদিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকরা।
জানা যায়, বাংলাদেশ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করে এই আন্দোলনে নেমেছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকগণ।
মদন উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান লিটন বলেন,কনসালটেশন কমিটির ১২ তম বেতন গ্রেডের সুপারিশ আমরা মানি না। আমাদের নূন্যতম দাবি হলো ১১ তম বেতন গ্রেড।তিনি আরও বলেন,আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা চাই দ্রুত ১১ তম গ্রেডসহ তিনদফা দাবি বাস্তবায়ন করা হোক। 
উপজেলার সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মানিক মিয়া জানান,শিক্ষকদের তিন দফা দাবি পূর্ন  না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকদের পূর্নদিবস কর্মবিরতি চলবে। তিনি দাবি গুলো উল্লেখ করে বলেন,১, এন্ট্রি পদ হিসেবে ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করা। ২, উচ্চতর বেতন গ্রেড নির্ধারণ। ৩, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্তির সুয়োগসহ দ্রুত পদোন্নতি প্রদান করা।