জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকের প্রতিবাদ করায় দুই ভাইকে মাদক সেবীরা পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া যায়।
গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাজার এলাকায়।
অভিযোগ সূত্রেতে জানা গেছে, পৌরসভার বাউসি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে মাদক বেচাকেনা করে আসছিল। বাউসি এলাকার জুলহাস, কাঞ্চন, লাল মিয়া, মোহাম্মদ আলী ও সাগর মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যাসার নানা করে আসছিলেন। হলে এলাকার উঠতি বয়সের যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ে। স্থানীয় মাদ্রাসার পরিচালক মাওলানা খোরশেদ আলম ও তার ছোট ভাই আব্দুল খালেক দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিলেন।
মাদক সেবীদের সাথে সম্প্রতি খোরশেদ আলম ও আব্দুল খালেকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত সোমবার রাত ১১ টায় সময় আব্দুল খালেক বাউসী বাজার দিয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। বাউসি বাজারের রুবেলের বেকারির দোকানের সামনে আসলে ১ নং ও বাকি বিবাদীরা আব্দুল খালেক এর উপর অতর্কিতভাবে হামলা করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আব্দুল খালেক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গত মঙ্গলবার আব্দুল খালেক এর বড় ভাই মাওলানা খোরশেদ আলম বাউসি বাজার মসজিদে ফজরের নামাজ আদায় করেন। পরে বাসার দিকে রওনা হলে জুলহাস ও সাগর আলীর দল নিয়ে ফের খোরশেদ আলমের উপর হামলা করে গুরুতর আহত করে।
এ ব্যাপারে মাওলানা খোরশেদ আলম মারামারি ঘটনায় বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
মাদ্রাসা শিক্ষক মাওলানা খোরশেদ আলম বলেন, আমরা দুই ভাই মাদক বেচাকেনার প্রতিবাদ করায় আমাদেরকে পিটিয়ে আহত করা হয়। কখন যে আবার হামলা করে আতঙ্কে আছি। থানায় অভিযোগ করেছি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।