কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় "মাদক প্রতিরোধ কমিটি"বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল ৫ ঘটিকায় রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রভাষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল এর সঞ্চালনায় মাদক প্রতিরোধ কমিটি গঠন নিয়ে আলোচনা সভা করা হয়।এ আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে রাজিবপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল আহ্বায়ক ও চর রাজিবপুর আলিম মাদ্রাসার প্রভাষক মোখলেছুর রহমান কে সদস্য সচিব করে প্রস্তাবিত কমিটির তালিকা তৈরি করা হয়।প্রস্তাবিত মাদক প্রতিরোধ কমিটির তালিকায় নয়জন যুগ্ম আহ্বায়ক ও বিশ জনকে সদস্য করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রস্তাবিত করা হয়।
মাদক প্রতিরোধ কমিটির প্রস্তাবিত কমিটির নির্বাচিত আহ্বায়ক অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক আজকে সোমবার রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উন্মুক্ত আলোচনা মাধ্যমে দল-মত-নির্বিশেষে সর্বসম্মতিক্রমে আমাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। এ প্রস্তাবিত কমিটির তালিকা জেলায় পাঠানো হবে, জেলার নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে কমিটির অনুমোদন দিবেন। চর রাজিবপুর উপজেলাকে মাদকমুক্ত করার সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে এবং মাদক প্রতিরোধ কমিটির অন্তর্ভুক্ত সকলের সহ চর রাজিবপুর উপজেলা বাসীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।