নিরাপদ মাসিক ব্যবস্থাপনা আমার অধিকার নারীপক্ষ "অধিকার এখানে,এখনও( RHRN) প্রকল্প"  অদ্য ২৮ মে রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সভাকক্ষে তারুণ্যের কণ্ঠস্বর, মৌলভীবাজার এবং মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট যৌথ উদ্দ্যোগে আয়োজন করা হয়েছে। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস লক্ষ্য হল বৈশ্বিক,জাতীয় এবং স্থানীয় নীতি ও কর্মসূচীতে মাসিক ব্যবস্থাপনার একীভূতকরণের পক্ষে সমর্থন জানানো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে তথ্য প্রচার এবং নীতিগত সংলাপে সিদ্ধান্ত গ্রহণকারীদের সমম্পৃক্ত করা।

প্রধান অতিথি মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার  তাজ উদ্দিন বলেন মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস এটি বিশ্বব্যাপী দিবস। মাসিক এটি প্রকৃতির নিয়ম। এসময় আসলে আরও বেশি নিজেকে পরিপাটি, পরিষ্কার পরিছন্ন, স্যানিটারি ন্যাপকিন,প্যাড ব্যবহার করা। পরস্পর পরস্পরকে জনসচেতনতা করা। কিশোরীদের দক্ষ হয়ে গড়ে উঠার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন টাকা পয়সার অভাবে কারও লেখাপড়া বন্ধ হবে না।  এরকম সমস্যা থাকলে আমার কাছে নিয়ে আসবেন আমি অবশ্যই সহযোগিতা করব। 

মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর শাহেদা আক্তার বলেন প্রতিটি স্কুল,কলেজ পর্যায়ে  কিশোরীদের জন্য যথাযথভাবে ওয়াশ ব্লক বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার। কিশোরীদের জন্য ওয়াস ব্লকে তাদের নিরাপদ মাসিক ব্যবস্থাপনা স্যানিটেশন পেড থাকবে ও ব্যবহার করবে। যদি ওয়াস ব্লকে পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকে তাহলে স্কুল, কলেজ কর্তৃপক্ষকে অবগত করতে হবে। নিয়মিতভাবে বেশি পরিমাণে পানি পান করা, সঠিক নিয়ম মেনে ওয়াস ব্লক ব্যবহার করা।  পরিবারে বাবা মা,বড় বোন সাথে নিয়মিত মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে শেয়ার করা। রাস্তা চলতে গিয়ে যদি কোন টিজিং এর সমস্যায় পড়লে ৯৯৯ কল দিয়ে সহযোগিতা চাওয়া বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন এখন পড়ালেখার করার সময় মনোযোগ সহকারে পড়াশোনা করা,নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের মর্যাদা নিজেকে রক্ষা ও অর্জন করতে হবে। বাড়ির পাশে কোন অসহায় দরিদ্র লোক থাকে তাকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুদানে সাহায্য সহযোগিতা করা।

 মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট সভাপতি পরিমল সিং বাড়াইক সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন  সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত তারুণ্যের কণ্ঠস্বর  কিশোরী নেতৃবৃন্দ।