মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি : মোহনগঞ্জে নূরে আলম (১৪) নামে মাদকসেবী ছেলেকে নিয়ে চরম বিপাকে পড়েছে, এক কৃষক পরিবার। নূরে আলম উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক মো: জানু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে তার বাবা জানু মিয়া, মা শামসুন্নাহার, ছোট ভাই নূর নবী তাকে হাতে পায়ে বেঁধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয় আসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ নূরে আলম কে থানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন তাকে নিয়ে থানায় গেলে তাদের কাছ থেকে ছুটে চলে যায়।
তার বাবা,মা,ভই বলেন, সে তিন বছর আগে ভালো ছিল। এখন মাদক সেবন করে। তাকে প্রতিদিন টাকা দিতে হয়, না দিলে চাইনিজ কুড়াল, চাপাতি,রড নিয়ে মারতে আসে। তাকে কোনও ভাবেই শান্ত করা যায়না। তাই তাকে প্রশাসনের হাতে তুলে দিতে নিয়ে আসেন।
মোহনগঞ্জ থানার ওসি মো ঃ আমিনুল ইসলাম জানান, তাকে অসুস্থ অবস্থায় তার পরিবার নিয়ে এলে প্রথমে চিকিৎসা করে আনতে বলা হয়। পর তার পরিবার তাকে ছেড়ে দিলে সে চলে যায়।