ময়মনসিংহ সদর এলাকাক পুরোপুরি ছিনতাই, চাঁদাবাজি,মাদকমুক্ত এবং একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী,ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।


শনিবার (১৬ আগস্ট) দিনভর  ময়মনসিংহের সানকিপাড়া, ক্যান্টনমেন্ট,  সানকিপাড়া শেষ মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে সাধারণ মানুষের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা কামরুল আহসান এমরুল  বলেন, ‘বিগত সরকারের আমলে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এককভাবে নিয়ন্ত্রণ করেছেন। তাদের বাইরে গিয়ে কথা বলার সাহস কারো ছিলো না। যে মানুষ তাদের  বিরুদ্ধে কথা বলেছে, তাকেই তুলে নিয়ে নির্যাতন করেছে। এছাড়াও আধিপত্য বিস্তারের জন্য হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনা ঘটিয়েছে । তবে সরকার পরিবর্তনের পর, আমি ময়মনসিংহবাসীকে কথা দিচ্ছি সদর এলাকাকে একটি মডেল  হিসেবে গড়ে তুলবো। কিন্তু সেটা এককভাবে নয়, সবাইকে সাথে করে নিয়ে মাঠে নেমে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

মাওলানা এমরুল আরও বলেন, ২৪-এর অভ্যুলান ছিলো ফ্যাসিবাদী সরকারের দমননীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামগ্রিক প্রতিবাদ। ছাত্র-জনতার পূর্ব থেকেই আমি এই পতিত আওয়ামী লীগ সরকার এবং তার দোসরদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আওয়ামী সরকার আমলের অগণিত অপরাধের দোসরদের বিরুদ্ধে আমি দীর্ঘদিন একাই অবিচল সংগ্রাম করে গিয়েছি।’

জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঐতিহাসিক বিপ্লব আমাদের দেশকে একটি নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে ঠিকই, কিন্তু দুঃখজনক হলেও সত্যি; সেই স্বাধীনতার স্বাদের ছোঁয়া এখনও পাইনি ময়মনসিংহবাসী। এখানো এখানকার মানুষ মাদক, খুন, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ছিনতাই এবং দখলদারিত্বের ভয়ে অনিরাপদ। বাক স্বাধীনতাও হারিয়ে ফেলেছে। সদর উপজেলার একজন সচেতন মানুষ হিসেবে বলতে চাই, এসব অপরাধমূলক কার্যকলাপের বিস্তার সমাজের শান্তি ও স্বাভাবিক জীপনযাপনকে ব্যাহত করছে। জনগণের ঐক্য যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম। একই সাথে, জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রিয় মাতৃভূমির প্রতিটি নাগরিকের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একজন দেশপ্রেমিক ও সংগ্রামী নাগরিক হিসেবে ‘ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ দেশ’ স্লোগানের উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি এলাকা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলাকে সকল প্রকার অপরাধ ও মাদকমুক্ত-নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে সুনাগরিকবৃন্দকে সমগ্র দেশব্যাপী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে, এই ঐক্য বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ষা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।’

 ‘ঐক্যবদ্ধ সুনাগরিক-ঐক্যবদ্ধ সদর এলাকার ভিত্তিতে সদরকে শান্তি ও স্বপ্তির মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা এবং অপরাধ, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এই মা-মাটি এবং আপনাদের সন্ধান হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হয়ে আপনাদের দোয়া ও সহযোগীতা চাইতে এসেছি। সদরের প্রতিটি  দেশপ্রেমিক নাগরিককে জামায়াতে ইসলামীর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার  আহ্বান জানান তিনি ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে বায়তুল মাল সেক্রেটারি  গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কাচিঝুলি সাংগঠনিক থানার আমীর আবু কাউসার,  ক্যান্টনমেন্ট সাংগঠনিক থানার আমীর আব্দুল খালেক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।