২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আয়োজনে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এদিন বিকেলে উপজেলা সদরের রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সমর্থকরা অংশ নেয়। মিছিল শেষে সদর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী খবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম,উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী মনোনতি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার মেম্বার প্রমুখ।