সম্প্রতি বাসাবাড়ি বাজারের ‘আমিন ফার্মেসি’ ও রায়পুর বাজারের ‘আমেনা ফার্মেসি’—দুই ব্যবসাপ্রতিষ্ঠানে টিনের চাল কেটে চুরি ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল (সোমবার) গভীর রাতে বাসাবাড়ি বাজারের আমিন ফার্মেসিতে টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশ ও র্যাক থেকে মূল্যবান ওষুধ নিয়ে যায়। ফার্মেসির মালিক জানান, অধিকাংশ দামি ইনজেকশন ও গুরুত্বপূর্ণ ওষুধ খোয়া গেছে, যার বাজারমূল্য লক্ষাধিক টাকারও বেশি।
এর আগে গত শুক্রবার রাতে একই ধরনের কৌশলে চুরির শিকার হয় রায়পুর বাজারে অবস্থিত ‘মেসার্স আমেনা ফার্মেসি’। প্রতিষ্ঠানটির মালিক ও বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আরিফুল হক স্বপন জানান, তাঁর ফার্মেসি থেকে পরিকল্পিতভাবে উচ্চমূল্যের ওষুধসমূহ চুরি করা হয়েছে। চোরচক্র মূলত ইনজেকশন, ইনসুলিন, ক্যান্সার ও হরমোন জাতীয় ওষুধ নিয়ে গেছে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, দুটি চুরির ঘটনাতেই চোরেরা একই পদ্ধতিতে টিনের চাল কেটে প্রবেশ করেছে। আমরা ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছি এবং তদন্ত কাজ চলমান রয়েছে।
দ্রুত তদন্ত শেষ করে চোরদের শনাক্ত করে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা