নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ওপর হামলার চেষ্টা ও অশ্লীল গালিগালাজের ঘটনায় সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাজুল ইসলাম ওরফে তাজু খানকে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে রায়পুরা পৌর এলাকার নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে ধারালো অস্ত্র হাতে নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জহির উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালান তিনি। তবে অন্যান্য সহকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

এ ঘটনায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মানববন্ধন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তাজু খান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হুমকি দিয়ে আসছিলেন এবং জোর করে রোগীদের নিজের ডায়াগনস্টিকে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করতেন। ফলে অনেক চিকিৎসক এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে বদলি হয়ে যেতে বাধ্য হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “এখানে চিকিৎসার পরিবেশ নেই, প্রতিদিন আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। প্রশাসন ব্যবস্থা না নিলে বিপদ আরও বাড়বে।”

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, “গতকালের ঘটনার ভিত্তিতে দায়ের করা অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।