গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম প্রধান, অলিপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. এলাহি, উত্তর বাখাননগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়পুরা পৌরসভা যুবলীগ নেতা ফরিদ মিয়া এবং যুবলীগ কর্মী জুয়েল রানা। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ বলেন,
“এখন পর্যন্ত আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
পুলিশের দাবি, রাজনৈতিক সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।