রোহিঙ্গা ক্যাম্পে চারজনকে হত্যার মামলায় আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত।

রোহিঙ্গা  ক্যাম্পে চারজনকে হত্যার মামলায় আরকান রোহিঙ্গা  স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন  দিনের রিমান্ড  মঞ্জুর করেছেন কক্সবাজারের আদালত। 
বুধবার  (৯জুলাই) দুপুরে  কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন  আসিফ এ আদেশ দেন। বিষয়টি  নিশ্চিত করেছেন কোট পুলিশের  পরিদর্শক  মো, গোলাম জিলানি। 

তিনি জানান, ২০২০  সালের উখিয়ার কুতুপালং  রোহিঙ্গা  ক্যাম্পে সংঘটিত  আলোচিত  চার খুনের মামলায়  আতাউল্লাহ জুনুনি এজাহারভুক্ত আসামি।
মামলার  তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য  ৭দিনের রিমান্ড আবেদন করেন,   শুনানি 
শেষে  আদালত  ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে কঠোর  নিরপেক্ষতায় আতাউল্লাহ জুনুনিকে আদালতে হাজির করা হয়।   আদেশ  শেষে  আবার ও কক্সবাজার  জেলা  কারাগারে  পাঠানো  হয়।     
তদন্ত কর্মকর্তা সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। 
আদাতল সূত্রে  জানা গেছে,  ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং  রোহিঙ্গা ক্যাম্পে দুটি পক্ষের মধ্যে  সংঘর্ষে চারজন নিহত হন। 
এ ঘটনায়  দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত  বিভাগ ব(সিইডি) তদন্ত  করছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮মার্চ রাতে নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরে নতুন বাজার এলাকায় অভিযান  চালিয়ে RAB  আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ছয়জনকে গ্রেফতার করে।