র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব ৯) সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ ই মে ২০২৫ ইং ভোর ৫:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেরার আশুগঞ্জ থানাধীন শরীফপুর ইউপির দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করেছে র‍্যাব। অভিযানে গ্রেফতার কৃত ব্যক্তি হলেন: মোঃ ইমান উদ্দিন( ৫৫) পিতাঃ মৃত হাবিবুর রহমান। গ্রামঃ দক্ষিণ তারুয়া,শরীপুর ইউপি থানা - আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 এর 19/A ধারায় মামলা দায়েরপূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো অবৈধ আগ্নেয়াস্ত্র নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।