লক্ষ্মীপুরে তুলে নিয়ে এক যুবতীকে গণ-ধর্ষনের ঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সকালে নির্যাতিত ওই নারী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। শনিবার রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন লিটন নামে একজনকে আটক করে পুলিশ। পরে রোববার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, গনধর্ষনের ঘটনায় থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটক জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া নির্যাতিত ওই নারীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই নারী শহরের কাঁচাবাজার করতে আসেন। এসময় ইউসুফ হোসেনসহ তিনজন কৌশলে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয়। এরপর চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনের বাড়িতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে বেদম মারধর করে পালিয়ে যায় তারা। পরে শনিবার সকালে ওই ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় পুলিশকে বিষয়টি অবহিত করে ওই নারী। পরে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করে পুলিশ। রোববার সকালে নির্যাতিত নারী জাহাঙ্গীর হোসেন ওরফে লিটন, ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজাকে আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা দায়ের করেন।